অনলাইন ডেস্ক |
সাগরে নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেএসসির তিন বোর্ড এবং জেডিসির সারা দেশে রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরীক্ষা স্থগিত হওয়া জেএসসির বোর্ডগুলো হলো- বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যা পক মাহবুবুর রহমান শনিবার রাতে এ তথ্যর জানান।
তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেএসসির বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা বোর্ডের রোববারের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১২ নভেম্বর একই সময়ে এই পরীক্ষা নেওয়া হবে।
আর মাদ্রাসা বোর্ডের (জেডিসি) এদিনের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে ১৯ নভেম্বর।
জেএসসির অন্যাংন্যর বোর্ডের রোববারের পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন হয়নি বলে জানান তিনি।
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।
গভীর নিম্নচাপটি রোববার সকালে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর প্রভাবে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় জেলাগুলোতে ভারি বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যাওয়ার আভাস রয়েছে।
এ প্রেক্ষাপটে সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এরইমধ্যে দেশের অভ্যযন্তরীণ নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ।