প্রেস বিজ্ঞপ্তি: উখিয়া-টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি এমপিকে দুদুকের মামলায়
তিন বছর সাজা ও ১০ লাখ টাকা জরিমানা দেওয়ার প্রতিবাদে উখিয়া বালুখালীতে তাৎক্ষনিক বিক্ষোভ
মিছিল ও সড়কে ব্যারিকেট সৃষ্টি করেছে নেতা-কর্মী এবং সমর্থকরা। ‘গরীবের বন্ধু এমপি বদির মুক্তি
চাই, উখিয়া শান্তি চাই, গরীবের পেটে ভাত চাই’ শ্লোগানে মুখরিত ছিল।
২ নভেম্বর পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, উখিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নুরুল অাবছার চৌধুরীর নেতৃত্বে সড়ক অবরোধ বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পান বাজার চত্বরে মিলিত হয়। মিছিলোত্তর পথ
সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য জয়নাল অাবেদিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম অাহবায়ক জাহাংগীর অালম, উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক অালমগীর অালম নিসা আওয়ামীগ নেতা মনিরুল হক প্রমূখ।
পথসভায় বক্তারা বলেন, সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক ভাবে জনগণের প্রিয়
নেতা এমপি বদিকে গ্রেপ্তার করে উখিয়া-টেকনাফের মানুষকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। বক্তারা এমপি বদির নি:শর্ত মুক্তির দাবী জানিয়ে বলেন, অবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে উখিয়া টেকনাফ রাজপথ অচল করে দেওয়া হবে।
সংবাদ প্রেরকঃ
জয়নাল অাবেদিন
সদস্য
উখিয়া উপজেলা যুবলীগ।।
মোবাইল-০১৮৬২৭৭৯৪২২