শাহপরীরদ্বীপ প্রতিনিধি |
টেকনাফে তাহেরা বেগম (২৪) নামে ২ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। সে শাহপরীরদ্বীপ হাজী পাড়া এলাকার প্রবাসী জমিল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বাশুর বাড়ির লোকজন নিহত তাহেরার বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ এনে বিভিন্ন সময় ঝগড়া বিবাদে লিপ্ত থাকতো। এ ঘটনায় প্রবাসে থাকা স্বামীও তাকে ভূল বোঝে বলে জানা যায়। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকালে শ্বাশুর বাড়ির লোকজনের সাথে ঝগড়া বিবাদের এক পর্যায়ে সন্ধা ৬টার দিকে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তবে নিহতের স্বজনরা দাবী করেছে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
এদিকে নিহতের ভাই জোবায়েরের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতে লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে স্বজনরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।শনিবার সকালে ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে জানা গেছে।
টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ জানান, এ ব্যাপারে ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।