ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠেও তার অভাব টের পাওয়া গেছে। অধিনায়ক মাশরাফি মর্তুজা নিজেও তা স্বীকার করেছেন।
তিনি বিস্ময় পেসার মুস্তাফিজুর রহমান। এই কাটার মাস্টার থাকলে হয়তো সিরিজ জয়ের তালিকা আরও দীর্ঘ হতো।
টাইগারভক্তদের আর নিরাশায় রাখতে চান না মুস্তাফিজ। তাই শনিবার ফেসবুকে নিজেই জানালেন, নিউজিল্যান্ড সফরেই তিনি ফিরছেন।
আগামী ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মাশরাফিরা নিউজিল্যান্ডে যাবে। এ সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা ব্যক্ত করলেন বাম হাতি এই পেসার।
গত জুলাইয়ে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নতুন করে ইনজুরিতে পড়েন মুস্তাফিজুর রহমান। এরপর লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেস তার অস্ত্রোপচার করেন।
পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ঘরের মাটিতে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেননি মুস্তাফিজ।
চিকিৎসকরা জানিয়েছিলেন, সবকিছু ঠিকঠাক চললে চার থেকে ছয় মাসের মধ্যে মুস্তাফিজ সুস্থ হয়ে উঠবে।