ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন ও ৩টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রেলের ৩টি বগিও লাইনচ্যুত হয়।
এতে সিলেটের সঙ্গে পুরো দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার সকাল ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুরে নওয়াপাড়া রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর মাধবপুর উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জানা যায়, প্রথমে ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে তা আরও ৩টি বগিতে ছড়িয়ে পড়ে।
তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।