আবুল কালাম আজাদ, টেকনাফ |
টেকনাফ সীমান্ত উপজেলা গুরুত্বপূর্ণ খাদ্য গুদামে দীর্ঘ ১৪ মাস পর্যন্ত শ্রম ঠিকাদার না থাকায় বিপাকে পড়েছে স্থানীয় জনপ্রতিনিধিগন। এর পাশাপাশি ভিজিডি ৩০ কেজি বস্তা প্যাকেট জাতকরন বিষয়ে সমস্যা সম্মুখিন হচ্ছে মুল খাদ্য গুদাম। এছাড়া রয়েছে হতদরিদ্রদের জন্য বরাদ্ধকৃত খাদ্য শস্য ৩০ কেজি করে প্যাকেট জাতকরণ বিষয়ে। এর পাশাপাশি ৫০ কেজি বস্তা ভাঙ্গিয়ে ৩০ কেজি বস্তা প্যাকেট জাতকরণে সরকার কর্তৃক বস্তা আনায়নে কোন সরকারী বরাদ্ধ না থাকায় উক্ত কাজে এসেছে ধীরগতি। এবিষয়ে উপজেলা খাদ্য পরিদর্শক জানিয়েছেন ৩৫ বেন্ট বস্তা আনতে গিয়ে প্রতি বেন্টে ৫২০ টাকা করে খরচ হচ্ছে। সরকারী বরাদ্ধ ও শ্রম ঠিকাদার না থাকায় প্যাকেট জাতকরনে এসেছে ধীরগতি ও সমস্যা। এবিষয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরের উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
টেকনাফ উপজেলা খাদ্য গুদামে ঠিকাদার নেই ১৪ মাস যাবৎ
