টেকনাফ টুডে ডেস্ক |
ভারতের কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকে জুতো ছুঁড়ে মেরেছেন এক সাংবাদিক। পুলিশ তাকে আটক করেছে।
সোমবার উত্তরপ্রদেশের সীতাপুরে রাহুলের ‘কৃষাণ যাত্রা’র একটি জনসভায় এ ঘটনা ঘটে।
ওই সময় ভিড়ের মধ্যে থেকে হঠাৎই একজন জুতো ছুঁড়ে মারে রাহুলকে। তবে জুতোটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তার গায়ে আঘাত করেনি।
এরপরেই পুলিশ ওই ব্যক্তিকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে তার নাম হরি ওম মিশ্র বলে জানা গেছে। সে নিজেকে স্থানীয় সাংবাদিক দাবি করেছে।
মিশ্রকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তার অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না পুলিশ সেটাও খতিয়ে দেখছে।