অদ্য ২৫সেপ্টম্বর জেলার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পেকুয়ায় কর্মরত ডিএসবি’র সদস্য মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রকাশ ও প্রচারিত প্রতিবাদ শিরোনামের সংবাদটি আমার দৃষ্টি গোঁচর হযেছে। এতে আমাকে জড়িয়ে যেসব তথ্যের অবতারনা করা হযেছে তা আমার শুধু আর্থ-সামাজিক ভাবমূর্তি ক্ষুন্নই নয় হাস্যকর প্রতিয়মান হয়েছে। কেননা, সবাই জানে এলাকায় আমার সাংবাদিকতা জিবনে সরকার ও স্থানীয় প্রশাসনের যাবতীয় কর্মকান্ডের পাশাপাশি প্রশাসন ও তৎসংশ্লিষ্টদের সার্বিক কার্যক্রম এবং সরকার প্রশাসনের প্রতি সর্বস্তরের মানূষের সু’সম্পর্ক্যরে ধারাবাহিকতা অব্যাহতে নির্ভিক ও আপোষহীন সাহসী মনমানসিকতার লেখনীর মাধ্যমে সর্বমহলে একমাত্র আমিই সাফল্য প্রশংসায় ধন্য ব্যক্তিত্বের পরিচিতির্জনে সক্ষম হয়েছি। যা নিয়ে অনেকেই আজ ঈর্ষান্বিত ও আতংকিত। ডিএসবি’র সদস্য মাহমুদের সাথে আমার ব্যক্তিগত কোন শত্রুতা বা লেনদেন নাই যে প্রতিশোধ প্রতিহিংসার বশবর্তীতায় তার বিরুদ্ধে অহেতুক লেখালেখিতে অযথা সময় নষ্ট করবো। কিন্তু ডিএসবি’র বহুল আলোচিত সদস্য মাহমুদ যখন ক্লায়েন্টের সামনে সাংবাদিক নিয়ে কেন এসেছিস! প্রজাতন্ত্রের বেতনভোগী কর্মচারী হয়েও সম্ভ্রান্ত পরিবারের লোজনদের উদ্দেশ্যে আমি আপনার চাকরি করিনা, নানা চলচাতুরি অনৈতিক অবৈধ আবদার দাবীতে শোষন হয়রানীতে অনড় অবস্থান নেয় তখন তার বিরুদ্ধে সৌচ্ছার বা মানবিক জনসচেতনতার জাগরনে একজন সচেতন নাগরিক ও কলম সৈনিক হিসাবে তাকি নিরবে নিবৃত্তে এড়িয়ে যাওয়ার মাঝে লোকসমাজে নিজের সংবাদকর্মী পরিচয় নিয়ে বিচরণ ঘটনা শংকা আর নানা প্রশ্নের মুখে পড়ার সম্ভাবনা এড়ানোর দায় থেকে দেশের স্বনামধন্য আইনশৃংখলা রক্ষা বাহিনীর অন্যতম গর্বিত অংশ ডিএসবি’র সুনামের ধারাবাহিকতা রক্ষায় অনৈতিক আচার আচরণ আবদার হাতিয়ে নেয়ার পাঁয়তারায় লিপ্তের বিরুদ্ধে শহীদের রক্তের চেয়েও পবিত্র কলমের কালির লেখনী নিশ্চয় দোষের হতে পারেনা। উক্ত প্রতিবাদ লিপিতে উল্লেখিত বন মামলা নং-১০৪/১২ জড়ানোর ঘটনাটি যে মিথ্যা ও ভুল বুঝাবুঝির তা ইতিমধ্যে ওই মামলার বাদী বিট কর্মকর্তা (বর্তমানে ঢাকায় কর্মরত) ছৈয়দ আখতার হোসনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও বিজ্ঞ আদালতের সমন জারীর মাধ্যমে প্রমানিত রয়েছে। তাছাড়া, জারুলবুনিয়ার মৃত মিয়া হোছনের পুত্র ইতিপূর্বে থানা পুলিশকে অযথা হয়রানীতে লিপ্ত প্রায় হাফ ডজন মামলার আসামী আত্মস্বীকৃত ডাকাত নুর মোহাম্মদ প্রকাশ দূধর্ষ হনুমাইন্যে চোরার উদ্ধৃতি দিয়ে অন্য যে মামলায় সংশ্লিষ্টতার অবতারনা করা হযেছে তাও ইতিমধ্যে পেকুয়া থানা ও বিভিন্ন দপ্তরিক পুলিশের তদন্তে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমানিতে চার্জশিটের মাধ্যমে বাদ দেয়া হয়। এছাড়া কয়েক বছর পূর্বে চট্টগ্রামে শহরে নানা অপকর্মে জড়িতের বিষয়টিও সম্পূর্ন হাস্যকর। কেননা, আমি যেখানে প্রায় ১৫বছর যাবত পেকুয়ায় অত্যন্ত সু’নামের সাথে মহান সাংবাদিকতা পেশার দায়িত্ব পালন করছি সেখানে কয়েকবছর আগের উদ্ধৃতি আর এলাকায় সাংবাদিকতা পেশায় নানা অপকর্মে সংশ্লিষ্টতার অবতারনার ঘটনা জনমনে বিভ্রান্তি ছড়ানোয় মিথ্যাচার ছাড়া আর কিছু নয় বলে একজন সচেতন দায়িত্বশীল সাংবাদিক ও নাগরিক হিসাবে মনে করি। ডিএসবি পরিচয়ে পাসপোর্ট প্রত্যাশি ও সাধারণ মানূষকে হয়রানী ঘুষ বাণিজ্যে লিপ্ত মাহমুদের রংছিটানো প্রতিবাদ লিপির তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করছি। এদিকে, পেকুয়ার প্রবীন সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরীকে জড়িয়ে ডিএসবি পরিচয়ে পাসপোর্ট প্রত্যাশি ও সাধারণ মানূষকে হয়রানী ঘুষ বাণিজ্যে লিপ্ত মাহমুদের রংছিটানো মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, পক্ষপাতদূষ্ট প্রতিবাদ লিপির ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মহল। বিবৃতিদাতার হলেন, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ(বিওজেএ) কক্সবাজার শাখার সভাপতি সাংবাদিক শাহাজান চৌধুরী শাহিন সাধারণ সম্পাদক সাংবাদিক আমান উল্লাহ আমান, চট্টগ্রাম বিভাগীয় ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন নেতা বাবু পুলক দে, শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেচী, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা মোঃ কাজিউল ইনসান, বশির আহমদ ও জয়নাল আবেদীন, শিলখালী বঙ্গবন্ধু স্মৃতি সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান রিদুয়ান নাজেরী, আলোকিত জারুলবনিয়া একতা সংঘের সভাপতি সাবেক মেম্বার মোঃ নুরুল আমিন পৃথক পৃথক বিবৃতিতে বলেন, যার উদ্ধৃতিতে প্রতিবাদ সংবাদ প্রচার করা হয়েছে সংবাদের তথ্যাবলীর সাথে তার সংশ্লিষ্টতা অস্বীকৃতির প্রেক্ষিতে পেকুয়ার সৎ, নিবেদীতপ্রাণ, উন্নয়ন, শান্তি শৃংখলা প্রেমী অকুতোভয় আর্থ-সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব, নির্ভিক ও আপোষহীন সাহসী কলম সৈনিক প্রবীন সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরীর বিরুদ্ধে কু’চক্রী মহলের মিথ্যাচার ষড়যন্ত্র অভিলম্বে বন্ধ করা না হলে তীব্র গণপ্রতিরোধের কঠোর হুশিয়ারী জানান।
পেকুয়ার প্রবীন সংবাদকর্মী ছগির আহমদ আজগরীকে জড়িয়ে মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ বিবৃতি ॥
