টেকনাফ প্রতিনিধি |
টেকনাফ উপজেলা ভূমি অফিসে যোগদান করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোমেনা আক্তার।
তিনি গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার জাহিদ ইকবালের স্থলে যোগদান করেন।
এর আগে টেকনাফের সহকারী কমিশনার জাহিদ ইকবাল লক্ষীপুরে বদলী হন। বুধবার তিনি মোমেনা আক্তারের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।
নতুন যোগদান করা কর্মকর্তা কিশোরগঞ্জ জেলা থেকে বদলী হয়ে টেকনাফে যোগদান করেছেন বলে জানা গেছে।
এনিয়ে টেকনাফ ভূমি অফিসে দ্বিতীয় নারী কর্মকর্তা হিসাবে তিনি যোগদান করলেন। এর আগে সেলিনা কাজী প্রথম নারী কর্মকর্তা হিসাবে টেকনাফ ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে বুধবার সন্ধায় জাহিদ ইকবালের বিদায় উপলক্ষে টেকনাফ ভূমি অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
টেকনাফে সহকারী কমিশনার (ভূমি) মোমেনা আক্তারের যোগদান ও জাহিদ ইকবালের বিদায়

টেকনাফ ভূমি অফিস