বিশেষ প্রতিবেদক : রোহিঙ্গাদের চরম দুঃসময়ে আশ্রয় দেওয়া হ্নীলার এক ব্যক্তিকে উগ্রপন্থী সংগঠনের ভয় দেখিয়ে আশ্রয় দাতার জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
জানা যায়,২০১৭সালে মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ সীমান্তে পাড়ি জমানো রোহিঙ্গাদের আশ্রয় দেন হ্নীলা ঊলুচামরী কোনার পাড়ার মৃত মোহাম্মদ হোছনের পুত্র ফরিদ আহমদ প্রকাশ ফরিদ বলী নিজ বসত-ভিটার জমিতে রোহিঙ্গা মৃত রশিদ আহমদের পুত্র আবু সুফিয়ান,আবুল কালাম, আবুল বশর,নুর হোছন,রহিমা খাতুন,রশিদা খাতুন প্রকাশ সোনা মেহের,শামসুন নাহার,আবেজা খাতুনকে মানবিক আশ্রয় দেন। আশ্রিত রোহিঙ্গারা এখানে ঘর-বাড়ি তৈরী করে বসবাস শুরু করেন।
এরপর পালংখালী শফিউল্লাহ কাটা ক্যাম্পে আবুল বশর, ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে রশিদা খাতুন প্রকাশ সোনা মেহের,শামসুন নাহার,আবেজা খাতুন শরণার্থী হিসেবে তালিকাভূক্ত হয়ে নিয়মিত রেশন গ্রহণ করে এখানে এসে দিনযাপন করে আসছে। মাঝে-মধ্যে বিভিন্ন অনুষ্ঠান করে রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানিয়ে এসে বিভিন্ন ধরনের শলা-পরামর্শ করে থাকে। তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং তাদের বেপরোয়া চলাফেরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
তখন বসবাসরত রোহিঙ্গারা তেলে-বেগুনে জ¦লে উঠে উল্টো ঐ জমিনের মালিকানা দাবী করে এবং বসবাসরত ২০টি স্থানীয় পরিবারকে উঠে যাওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি-ধমকি দিচ্ছে। অন্যথায় স্বশস্ত্র রোহিঙ্গা গ্রæপ এনে স্থানীয়দের ভিটে ছাড়া করার হুমকি দিচ্ছে। এতে স্থানীয়রা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে ফরিদ আহমদ বলী জানান।
এলাকার সুশীল সমাজ গ্রামীণ জনপদে সংঘবদ্ধ রোহিঙ্গাদের এই ধরনের আচরণ বন্ধ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন। ##
