নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৫০হাজার পিস ইয়াবার চালান বোঝাই অটোরিক্সাসহ চালককে আটক করেছে। এই ঘটনায় আরো ২জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায়, ২০ মার্চ দুপুর দেড়টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির বিশেষ একটি টহল দল মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কোনাপাড়ার এগারগোনায়া অভিযানে যায়। এসময় সন্দেহভাজন একটি অটোরিক্সা তল্লাশী করে বস্তাভর্তি ৫০হাজার পিস ইয়াবা নিয়ে অটোরিক্সাসহ চালক চেকপোস্ট সংলগ্ন মোলাপাড়ার মোঃ কামাল হোসেনের পুত্র মোঃ রবিউল ইসলাম (১৫) কে আটক করে। ধৃত চালকের স্বীকারোক্তিতে এই মাদকের চালানের সাথে সম্পৃক্ত এগারগোনার মোঃ বাইলার পুত্র মোঃ বাপ্পী (২০) এবং একই গ্রামে অবস্থানকারী জনৈক রোহিঙ্গা মঞ্জুর মিয়া (৩০) কে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মাদকের চালান ও অটোরিক্সাসহ ধৃত চালক এবং পলাতক দুই আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
