বিশেষ প্রতিবেদক : ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টেকনাফের ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার রশিদ আহমদ ইন্তেকাল করেছেন। আগামীকাল দুপুরে জানাজা শেষে স্থানীয় কবর স্থানে দাফনের প্রস্তুতি চলছে। এই জনপ্রতিনিধির মৃত্যুতে এনএস এন্টার প্রাইজসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সুত্র জানায়,১৭সেপ্টেম্বর সকাল ১০টারদিকে ঢাকা ইবনেসিনা কলেজ এন্ড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার ও স্থানীয় কুতুবদিয়া পাড়ার মৃত গুরা মিয়ার ২য়পুত্র রশিদ আহমদ (৫৩) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে,দুই মেয়ে, ভাইবোন, আতœীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাংখী রেখে গেছেন। ভদ্র ও শান্তশিষ্ট এই জনপ্রতিনিধির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইতিমধ্যে মৃতদেহ ঢাকা হতে বাড়ির পথে রয়েছে। ভোরের দিকে বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। ১৮ সেপ্টেম্বর বাদে জোহর ২.৩০টায় ঊনছিপ্রাং ষ্টেশন মাঠে জানাজা শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হবে বলে মরহুমের পুত্র মানিক নিশ্চিত করেন।
এই জনপ্রতিনিধি ও ইসলামী আন্দোলনের শুভাকাংখী রশিদ আহমদ মেম্বারের মৃত্যুতে স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের মেম্বার, মহিলা মেম্বার, কর্মকর্তা, কর্মচারী, খারাংখালী ষ্টেশনের হার্ডওয়্যার, রড, সিমেন্ট, ইলেকট্রিক, পল্লী বিদ্যুতের আর্থিং রড ও মিটার বোর্ড, সেনেটারী পাইপ ফিল্টার, মেশিনারী পাওয়ার টিলার ও ছোট মেশিনের যাবতীয় মালামাল বিক্রয় প্রতিষ্ঠান মের্সাস এনএস এন্টার প্রাইজের স্বত্তাধিকারী হাফেজ সাঈদ আলম, হ্নীলা-হোয়াইক্যংয়ের কর্মরত সংবাদ কর্মী, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ###
