সৈয়দ আশরাফের স্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক:জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।লন্ডনের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ইউসিএলএইচ ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে তার নিবিড় চিকিৎসা চলছে। সৈয়দ আশরাফুল ইসলামও বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
চিকিৎসার জন্য বর্তমানে রাষ্ট্রপতি আব্দুল হামিদও লন্ডনে অবস্থান করছেন।রোববার শিলা ইসলামকে হাসপাতালে দেখে আসেন রাষ্ট্রপতির পুত্র রাসেল আহমেদ তুহিন।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট শাহ আজিজুল হক বাংলানিউজকে বলেন, ‘ জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম গুরুতর অসুস্থ। স্বাভাবিক কারণেই মাননীয় মন্ত্রী মানসিকভাবে ভারাক্রান্ত। এ দম্পতির জন্য সকলের নিকট দোয়া ও সহমর্মিতা কামনা করছি।’