নয়াবাজার সীমান্তে ৬০হাজার ইয়াবাসহ স্থানীয় মাদক কারবারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

ফরিদুল আলম : টেকনাফে হোয়াইক্যংয়ের নয়াবাজার সীমান্ত দিয়ে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশকালে স্থানীয় ৬০হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

সুত্র জানায়,২রা ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের খারাংখালী বিওপির আওতাধীন জনৈক মোস্তাকের মৎস্যঘেঁর সংলগ্ন বেড়িবাঁধ দিয়ে মাদকের চালান আসার সংবাদ পেয়ে একটি বিশেষ টহল দল কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২জন লোক নৌকা নিয়ে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে আসলে বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে। তারা নাফনদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা স্পীডবোট নিয়ে ধাওয়া করে হোয়াইক্যং নয়াবাজারের পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত জয়নাল আবেদীনের পুত্র মোঃ রমজান আলী (৩২) কে ১টি প্লাস্টিকের ব্যাগসহ আটক করে। ব্যাগটি তল্লাশী করে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যমানের ৬০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এদিকে স্থানীয় প্রভাবশালী মাদক কারবারী সিন্ডিকেটের মাদকের চালান খালাস করতে এই রমজান আলীর সাথে স্থানীয় মোক্তারের পুত্র রবিউল ও রবিউলের বোন জামাই ফারুক যায়। রমজান মাদকের চালান নিয়ে আটক হওয়ার পর এলাকায় রবিউল ও ফারুক নিখোঁজ রয়েছে। ###