টেকনাফ টুডে ডেস্ক : পেছালো নাসার পরবর্তী চন্দ্রাভিযানের সময়। এতদিন ধারণা করা হচ্ছিল, ১৯৭২ সালের পর ২০২৪ সালের মধ্যে প্রথম চাঁদে মানুষ পাঠাবে নাসা। তবে এখন এটি পিছিয়ে ২০২৫ সালে নেয়া হয়েছে বলে বিবিসির এক রিপোর্টে জানানো হয়েছে। মূলত অর্থায়ন এবং কিছুই আইনি জটিলতার কারণেই এই অভিযান এক বছর পেছাচ্ছে। মঙ্গলবার নাসার প্রধান বিল নেলসন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
২০২৫ সালের ওই অভিযানে ইতিহাসের প্রথম কোনো নারীকে চাঁদে পাঠানো হবে। সঙ্গে যাবেন ১৩তম পুরুষও। চাঁদে নামতে যে ল্যান্ডার যান লাগবে সেটি নির্মাণের চুক্তি পেয়েছে এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। সম্প্রতি মার্কিন ফেডারেল বিচারকও এই সিদ্ধান্তের পক্ষে রায় দিয়েছেন।
তবে এর বিরুদ্ধে লড়ছেন জেফ বেজসের প্রতিষ্ঠান আমাজন। তার দাবি, নাসার উচিৎ ছিল একাধিক প্রতিযোগির জন্য চুক্তিটি উন্মুক্ত রাখা। নেলসনও জানিয়েছেন, মূলত এই আইনি জটিলতার কারণেই এক বছর পিছিয়েছে চন্দ্র মিশন। যদিও গত বছর থেকেই বিষয়টির ইঙ্গিত দিচ্ছিলেন সংশ্লিষ্টরা।
বিবিসির খবরে জানানো হয়েছে, টেক্সাসের দক্ষিণ-পূর্বাঞ্চলে এরইমধ্যে ল্যান্ডারের পরীক্ষা চালানো শুরু করেছে স্পেসএক্স। মানুষ পাঠানো ছাড়াও আগামী বছরের ফেব্রুয়ারিতে চাঁদে ওরিয়ন স্পেসক্রাফট পাঠাবে নাসা। এটি চাঁদের চারদিকে ৩ সপ্তাহ পর্যবেক্ষণ করবে। মানুষ নিয়ে চাঁদে যাওয়ার কথা রয়েছে আরটিমিস-৩ মিশনে। ১৯৭২ সালের পর দীর্ঘ ৫০ বছরে মানুষ চাঁদে পা রাখেনি। সর্বশেষ এপোলো ১৭ মিশনে নভচারীরা চাঁদে পা রেখেছিলেন। সবকিছু ঠিক থাকলে এবার ২০২৫ সালের মধ্যেই চাঁদের দক্ষিণ মেরুতে আবারো মানুষ পাঠাচ্ছে নাসা। ধারণা করা হচ্ছে, দক্ষিণ মেরুতে রয়েছে ব্যাপক পানির উৎস। যদিও এ অংশে সূর্যের আলো পড়ে না।
