নাইক্ষ্যংছড়িতে শীর্ষ সন্ত্রাসী ও অপহরণ চক্রের সেকেন্ড ইন কমান্ড জসিম গ্রেপ্তার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা সাড়াঁশি অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও অপহরণ চক্রের সেকেন্ড ইন কমান্ড জসিম উদ্দিন প্রকাশ পেটি জসিম (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বৈধ্য পাড়া গ্রামের বাসিন্দা আবুল খায়েরের পুত্র ।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আবু মুসা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,২৮ ফেব্রুয়ারী ভোর রাত ৩ টা ৩০ মিনিটের সময় বাইশারী ঈদগড়ের সীমান্ত এলাকা চাইল্ল্যাতলির সংরক্ষিত বনাঞ্চল থেকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি ও রামু থানায় ডাকাতি, চাঁদাবাজি, সংরক্ষিত বনাঞ্চল নিধন ও অপহরণ সহ অর্ধ ডজন মামলা রয়েছে।
উল্লেখ্য জসিম উদ্দিন দীর্ঘদিন যাবত বাইশারী- ঈদগড় সড়ক ইউনিয়নে অবস্থিত বিভিন্ন রাবার বাগান ও বসত বাড়িতে ডাকাতি ,অপহরণ সহ চাঁদাবাজিতে লিপ্ত ছিল। তার অত্যচারে এলাকাবাসী অতিষ্ট বলে স্থানীয়দের অভিমত।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন অপহরণ চক্রের সক্রিয় সদস্য এবং অপহরণ চক্রের মূল হোতা শীর্ষ সন্ত্রাসী আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড।