কক্সবাজারের টেকনাফে সীমান্তের কাছে নাফ নদীর তীরে পৌর ভবন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে সর্বস্তরের পৌরবাসীর উদ্যোগে পুরাতন বাস স্টেশন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা, ছাত্র, পেশাজীবি ও সুশিল সমাজ প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
এসময় বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে পৌরবাসীর কাছে সম্পূর্ণ গোপন রেখে স্বৈরাচারী কায়দায় নাফ নদীর তীরে লবন মাঠে পৌরভবন স্থানান্তের প্রক্রিয়া শুরু করেছিল। যা পৌরবাসীর কোন উপকারে আসবে না। তাই পৌরসভার মধ্যবর্তী কোন স্থানে সকলের যাতায়াত সুবিধা সম্বলিত জায়গায় পৌরভবন নির্মাণের দাবী জানান। দাবী মানা না হলে পৌরবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
এসময় পৌর নাগরিকদের পক্ষে বক্তব্য রাখেন, সাংবাদিক নূরুল করিম রাসেল, মো. রফিকুল ইসলাম, আবদুর রহমান, মো. জাহেদ, আবছার হোসেন, আহমদ শফি, মোজাম্মেল হক, মোহাম্মদ মোবারক হোসেন প্রমুখ।
