টেকনাফে দেড় ভরি স্বর্ণালংকার ও মোবাইল ছিনিয়ে নানীর প্রধান ঘা-ত-ক মামুন গ্রেফতার ; স্বর্ণালংকার উদ্ধার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ১ বছর আগে

জয়নাল আবেদীন : টেকনাফে ঘরের পার্শ্ববর্তী নাতিদের বাড়ি ঘুরতে যাওয়া নানীর পরিহিত স্বর্ণালংকারের লোভে পড়ে নানীকে খুন করে স্বর্ণালংকার ও মোবাইল ছিনিয়ে নিয়ে মৃতদেহ ডোবায় ফেলে দেওয়া চক্রের মূলহোতা ও প্রধান ঘাতক মামুনসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়,গত ১লা জুলাই বিকালের দিকে উপজেলার সাবরাং ইউপির স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শব্বির আহমদের মা জাহেরা খাতুন (৮২) স্বর্ণালংকার পরিধান করে পার্শ্ববর্তী হোছন আহমদ ওরফে ফকিরের বাড়িতে নাত-নাতিনীদের দেখতে যায়। রাত ১০টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খুঁজতে বের হয়। অবশেষে মামুনের ঘরে দক্ষিণ পার্শ্ববর্তী ডোবায় জাহেরা খাতুনের বস্তাবন্দি মৃতদেহ পাওয়া গেলেও শরীরে স্বর্ণালংকার ছিলনা। তখন স্বর্ণালংকারের জন্য এই বৃদ্ধাকে খুনের বিষয়টি সামনে আসে।

টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হোছন আহমদের বাড়ি পরিদর্শন করতে প্রধান ঘাতক ছৈয়দ হোছন ওরফে মামুন গা ঢাকা দেয়। তখুন পুলিশ সন্দেহভাজন পলাতক মামুনের স্ত্রী মাইমুনা আক্তার ওরফে লাল মনু, পিতা হোছন আহমদ ওরফে ফকির ও ভাই আব্দুল মতলবকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে ৫৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করেন। পুলিশ এই চাঞ্চল্যকর বৃদ্ধা হত্যাকান্ডের ঘাতককে সনাক্ত করে প্রধান ঘাতককে গ্রেফতারের জন্য তথ্য-প্রযুক্তির সহায়তায় পৃথক টিম নিয়ে আটক অভিযানে নামে। গত ৩রা জুলাই রাতে টেকনাফ সদর ইউপির মহেশখালীয়া পাড়া হতে নৃশংস এই হত্যাকান্ডের মাস্টার মাইন্ড ও প্রধান ঘাতক ছৈয়দ হোছন ওরফে মামুনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালায়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মামুন স্বর্ণালংকারের লোভে সে ও তার স্ত্রীসহ অন্য সহযোগীরা বৃদ্ধা জাহেরাকে শ্বাসরোধ করে নৃশংসভাবে খুন করে পরিহিত স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে হাত-পা বেঁধে বস্তায় ভরে পার্শ্ববর্তী ডোবায় ফেলে দেয়। পরে ছিনিয়ে নেওয়া অলংকার পৌর এলাকার লামার বাজারে অং চিং মার্কেটের চাম্পা জুয়েলার্স নামক স্বর্ণাকারের দোকানে ১লাখ ৩০হাজার টাকায় বিক্রি করে। পরে ধৃত মামুনকে নিয়ে নিহত বৃদ্ধার পরিহিত ১২ আনার ওজনের স্বর্ণের চেইন, ৬ আনা ওজনের এক জোড়া কানের দুল, ৫ রত্তি ওজনের ১টি নাক ফুল, ৩ আনা ওজনের কানের চেইনসহ ১ভরি ৭আনা ৫ রত্তি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি জানান, এই বিষয়ে টেকনাফ মডেল থানার এফআইআর নং-৬,তারিখ-০৪-০৭-২০২৪ইং, জি/আর নং-৩৬০ রুজু করার পর ধৃত আসামীকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। ###