শাহ আলম বিপ্লব, টেকনাফ |
টেকনাফ হ্নীলা ইউনিয়নের মোচনী রোহিঙ্গা ক্যাম্প থেকে আক্তার ফারুক (২০) নামের এক যুবককে অস্ত্র ও গুলিসহ আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। ধৃত আক্তার ফারুক মোচনী রোহিঙ্গা ক্যাম্প বি ব্লকের মনু খলিফার ছেলে।
গতকাল ১ জানুয়ারি রাতে টেকনাফ মডেল থানা পুলিশ উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও বুলেট সহ তাকে আটক করে।
সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম।
জানা গেছে,উখিয়া টেকনাফ সহকারি পুলিশ সুপার সাকিল আহমদ বিপিএম (বার) এর নির্দেশনায় অবৈধ অস্ত্র,মানব ও মাদক পাচার,অপহরণ সহ নানা বিষয়ে উদ্ধার তৎপরতা বৃদ্ধির অংশ হিসেবে উক্ত আসামীর তথ্যের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই রউফ বুলবুলের নেতৃত্বে
পুলিশের একটি টিম রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্পের গেটের সামনে অস্ত্র ও বুলেট উদ্ধার করে।এস আই এস এম রউফ বুলবুল সঙ্গীয় ফোর্স এস আই সবুর ও কনস্টেবল শাহাদাত, আরিফ, হৃদয় ও কামরুল ইসলাম।
আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী আক্তার ফারুকের বিরুদ্ধে থানায় অস্ত্র আইন মামলা করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ‘অস্ত্রসহ আটককৃত ব্যক্তিকে আদালতের পাঠানো হয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
