এম.জিয়াবুল হক : আওয়ামী রাজনীতিতে ক্লিন ইমেজ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ অবিভক্ত চকরিয়া উপজেলা আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি শাররীকভাবে অসুস্থ নুরুল কাদের বিকমকে দেখতে তাঁর বাড়িতে গেছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ। বুধবার দুপুরে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনাস্থ নিজ বাসভবনে সয্যাসযী আওয়ামীলীগের দু:সময়ে কান্ডারী অসুস্থ নুরুল কাদের বিকমকে দেন যান কমরউদ্দিন আহমদ। এসময় তাঁর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সাবেক ছাত্রলীগ নেতা আবছার উদ্দিন মাহমুদ।
বাড়িতে গিয়ে লায়ন কমরউদ্দিন আহমদ অসুস্থ আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি নুরুল কাদের বিকমের শাররীক ও পারিবারিক বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। পাশাপাশি প্রাক্তন নিবেদিত এই নেতার সঙ্গে দলীয় রাজনীতির নানা বিষয়ে কথা বলেন তিনি।
লায়ন কমরউদ্দিন আহমদ বলেন, আওয়ামীলীগের রাজনীতিতে নুরুল কাদের বিকম ভাইয়ের অবদান জাতির পিতার আর্দশধারণকারী কোন নেতাকর্মী কখনো ভুলতে পারবেনা। দলের জন্য তাঁর আত্মত্যাগ এবং ভুমিকার কথা সত্যিই অপরীসিম। তিনি দু:সময়ে শক্ত হাতে দলের হাল ধরে রেখেছিলেন, নেতাকর্মীদের বিপদমুর্হুতে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করেছেন।
সেইসব নিবেদিত প্রাণ নেতাকর্মীরা দলের জন্য জীবন যৌবন বির্সজন দিয়েছেন, আজ সবাই শাররীকভাবে নানাধরণের জটিল রোগে আক্রান্ত হয়ে সয্যাসয়ী অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের মধ্যে পরিচ্ছন্ন রাজনীতিবিদ নুরুল কাদের বিকম ভাইয়ের পাশে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
কমরউদ্দিন আহমদ বলেন, অসুস্থতার খবর পেয়ে প্রিয়নেতা দেখতে তাঁর বাড়িতে যাই। সাক্ষাতকালে প্রিয়নেতা নুরুল কাদের বিকম ভাইয়ের শারীরিক খোঁজ খবর নিই এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা বলি। এসময় প্রিয়নেতাকে বলি, চকরিয়া আওয়ামীলীগের রাজনীতিতে আপনার অবদান অনস্বীকার্য। তিনি এসময় আমাকে দোয়া করেন। #
