মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
**************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
*************************************************
আয়াত নম্বর :-৩১
**************************
★★ মহান বিধাতার নামে আমি শুরু করি
জাহান জুড়ে যাঁর রহম আছে ভুরিভুরি।★★
***********************************************
আদম সৃষ্টির শ্রেষ্ঠ জীব
আশরাফুল মাখলুকাত,
করবে কায়েম ধরাধামে
মহান আল্লাহর হুকুমাত।
আল্লাহ্ তা’লা সে প্রমাণে
শিখালেন আদমের শানে
সমস্ত বস্তু-সামগ্রীর নাম –
ছিল ভালোবাসা অফুরান।
আল্লাহর মর্জি প্রমাণ করতে সত্যি
সকল সৃষ্টির উপর আদমের শ্রেষ্ঠত্য,
করলেন বিধাতা সমস্ত বস্তু-সামগ্রী
সেথায় তাঁদের সামনে উপস্থাপিত।
বলেন স্রষ্টা, এ বস্তু-সামগ্রীর
নাম বলে দাও তোমরা আজি-
যদি তোমরা হয়ে থাক আমার চেয়ে
ওহে ফেরেশতারা জ্ঞানে-গুণে সত্যবাদী।
