টেকনাফ টুডে ডেস্ক : প্রাণঘাতি করোনাভাইরাসে বিশ্ব জুড়ে প্রাণহানি থামছেই না। দ্রুততম সময়ে বিশ্বের অন্তত ১৯৯টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৩৩ হাজার ছাড়িয়ে প্রায় ৩৪ হাজার মানুষের।
সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় সাত লাখ অতিক্রম করছে। ১৯৯ অঞ্চল দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭ লাখ ২১ হাজারের বেশি।।
পৃথিবীতে এই মুহূর্তে সবচে বেশি করোনা আক্রান্ত যুক্তরাষ্ট্রে। ধারণা করা হচ্ছে, করোনার পরবর্তী হটস্পট যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে আরও ১৮ হাজার ৪২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৪ জন। অপর দিকে দেশটিতে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। মোট মারা গেছেন ২ হাজার ৪৮৪ জন।
ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৭৭৯ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৩০ জন। দেশটিতে মোট আক্রান্ত ৯৭ হাজার ৬৮৯ জন।
স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার ২৩৫ জন। মারা গেছেন ৭ হাজার ৫১৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৭০৯ জন ।
