বিশেষ প্রতিনিধি :
আসন্ন উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নাগরিক কমিটির মনোনীত প্রার্থী হচ্ছেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী প্রকাশ ঠাণ্ডা মিয়া চৌধুরীর বড় ছেলে কক্সবাজার জেলা পরিষদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী। দীর্ঘদিন রাজনীতির মাঠে থাকা হুমায়ুন কবির চৌধুরী জনগনের চাপে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী বলেন,জনগণকে নিয়েই আমার রাজনীতি,তাদের সিদ্ধান্তের বাইরে আমি যেতে পারিনা। তারা আমাকে উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে চায়। তাই নাগরিক কমিটির প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।
