শামীম ইকবাল চৌধুরী : পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ ব্যবহার করে, চার দিন ধরে আটকে থাকা রামুর গর্জনিয়া ইউনিয়নে টাইম বাজারের মনির উদ্দিনকে (৩৫) টেকনাফ থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং নাছরপাড়া থেকে ৯৯৯-এ কর্মরত এসআই কবির হোসাইন এবং হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই জায়েদ হাছানের নেতৃত্বে মনির উদ্দিনকে উদ্ধার করা হয়। এ কাজে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী।
হাফিজুল ইসলাম চৌধুরী বলেন- গত ১৯ জুলাই থেকে টেকনাফের হোয়াইক্যং এ ডেকে নিয়ে গিয়ে আব্দুল খালেক, সাইফ উল্লাহ, রমজান আলি ও মোহাম্মদ আলম মনির উদ্দিনকে জিম্মি করে রাখেন। অসহায় মনির উদ্দিনের পরিবার নানা স্থানে গিয়েও সহযোগিতা পাননি। পরে খবরটি পেয়ে ৯৯৯ এর সেবা নিয়ে আমরা তাঁকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই জায়েদ হাছান বলেন- মনির উদ্দিনকে জিম্মিদশা থেকে মুক্ত করে তাঁর স্ত্রী লুৎফুর নাহারকে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে পুলিশ।
গর্জনিয়ার ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইন স্বাধীন বলেন- অসহায় মানুষের আর্তনাদ শুনলেই ছুটে চলেন হাফিজুল ইসলাম চৌধুরী। মনির উদ্দিনকে জিম্মিদশা থেকে মুক্ত করেতে গর্জনিয়া থেকে নিজেই গেলেন টেকনাফের হোয়াইক্যং-এ। নানা তৎপরতার মাধ্যমে মুক্ত করলেন তাকে।