৩২ লাখ টিকা এলো দেশে ; আজ আসবে ১৩ লাখ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : দেশে এলো মডার্না ও সিনোফার্মার মোট ৩২ লাখ টিকা। এর মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে আসা ১২ লাখ টিকা গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এগুলো গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। মধ্যরাতে আসে সিনোফার্মার ২০ লাখ টিকা। এ ছাড়া মডার্নার আরও ১৩ লাখ টিকা পৌঁছবে আজ।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আট দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ১ কোটি ৬০ লাখটিকা দেওয়ার কথা গত ২২ জুন ঘোষণা করে হোয়াইট হাউস। এর মধ্যে বাংলাদেশের জন্য মডার্নার তৈরি ২৫ লাখ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

মডার্নার টিকার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানান, যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাতে মডার্নার টিকার প্রথম চালানের প্রায় ১২ লাখ ডোজ আসে। শনিবার আসবে বাকি ১৩ লাখ ডোজ। গত মঙ্গলবার দেশে জরুরি ব্যবহারের জন্য মডার্নার টিকাকে অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।

এদিকে মধ্যরাতে দুই চালানে আসে চীনের সিনোফার্মার ২০ লাখ টিকা। বিমানবন্দরে করোনার এই প্রতিষেধক গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। চীনের সিনোফার্ম থেকে করোনার দেড় কোটি ডোজ টিকা কিনতে সরকার চুক্তি করেছে। ওই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি বাংলাদেশে টিকা পাঠাচ্ছে।