২০৩০ বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টিনা-উরুগুয়ে-প্যারাগুয়ে ইচ্ছুক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক:২০৩০ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চাওয়ার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে বুধবার তিন দেশের প্রেসিডেন্ট আলোচনা করার পর সংবাদ সম্মেলনে তাদের এই পরিকল্পনার কথা জানান।২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রক্রিয়া শুরু হবে ২০২১ সালে। তবে দেশ তিনটি আগে থেকেই এর জন্য প্রস্তুত থাকতে চায়।দেশ তিনটির প্রচেষ্ঠা সফল হলে বিশ্বকাপের শতবার্ষিকী উদযাপিত হবে শুরুর স্থানে।
১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের প্রথম আসরের স্বাগতিক ছিল উরুগুয়ে। সেই আসরের ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা।আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৭৮ সালে। প্যারাগুয়ে এখন পর্যন্ত আয়োজক হয়নি।
আর্জেন্টিনা ১৯৭৮ ও ১৯৮৬ সালে এবং উরুগুয়ে ১৯৩০ ও ১৯৫০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।
২০১৮ সালে রাশিয়ায় বসবে বিশ্বকাপের আগামী আসর। আর তার পরের আসর বসবে কাতারে, ২০২২ সালে। ২০২৬ বিশ্বকাপের স্বাগতিক দেশ এখনও ঠিক হয়নি।