মুক্তির প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে এসএস রাজামৌলির ‘বাহুবলী-২ : দ্য কনক্লুশন’। প্রথম দিনেই শুধু ভারতেই ১০০ কোটি রুপি আয় করেছে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’।
আর দ্বিতীয় দিনে ২০০ কোটির বেশি আয়ের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সপ্তাহ শেষে সর্বোচ্চ আয়ের রেকর্ড তৈরি করবে ছবিটি।
জানা গেছে, আট হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পর থেকেই দর্শকরা হুমড়ি খেয়ে অগ্রিম টিকিট কিনে নেন।
প্রসঙ্গত, শুক্রবার ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পেয়েছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত এই সিনেমাটি।
সিনেমাটিকে ঘিরে দর্শকের উন্মাদনার শেষ নেই। বাহুবলী : দ্য বিগিনিং সিনেমায়, কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছিলেন তার উত্তর জানতে কৌতূহলী দর্শক।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন তারা। এছাড়া দর্শকের চাপ দেখে অতিরিক্ত শো প্রদর্শনের ব্যবস্থাও রেখেছেন সিনেমা বিভিন্ন হলের কর্তৃপক্ষ।
আলোচিত এই সিনেমায় অভিনয় করেছেন- প্রভাস, আনুশকা শেট্টি, তামান্না ভাটিয়া, রামাইয়া কৃষ্ণান ও সত্যরাজ।
উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী’ সিরিজের প্রথম ছবি ‘বাহুবলী : দ্য বিগিনিং’। ছবিটি তখন বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। ৭০০ কোটি রুপি আয় করেছিল এ সিনেমা।