Monday, January 17, 2022
Homeটেকনাফ১০ হাজার ইয়াবাসহ সিএনজি জব্দ : পলাতক আসামী-১

১০ হাজার ইয়াবাসহ সিএনজি জব্দ : পলাতক আসামী-১

মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ |
বুধবার দুপুর ১২টার দিকে টেকনাফ সাবরাং সড়কের নুর আহমদ চেয়ারম্যানের টেক নামক এলাকায় বিজিবি সদস্যরা একটি নাম্বার বিহীন সিএনজি টেক্সীকে থামার সংকেত দিলে চালক গাড়ী ফেলে পালিয়ে যায়। পরে সিএনজিতে তল্লাশী চালিয়ে ১০ হাজার ৯৬ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইয়াবা ও সিএনজি থানায় সোপর্দ্য করে চালক সাবরাং নয়াপাড়া এলাকার মৃত কাছিম উদ্দিনের ছেলে লালু মিয়াকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments