১শ ৫৮ কোটি টাকার মাদক ধ্বংস করলো টেকনাফ বিজিবি

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ :
টেকনাফে একশত আটান্ন কোটি তেষট্টি লক্ষ ষাট হাজার ছয়শত টাকার ইয়াবা সহ বিভিন্ন প্রকার মাদক ও মিয়ানমারের সিগারেট ধ্বংস করেছে টেকনাফ বিজিবি।

০৬ জুলাই ২০১৮ তারিখ ১০৩০ ঘটিকায় ২ বিজিবি ধ্বংসকরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ব্রিগেডিয়ার জেনারেল এস এম রকিব উল্লাহ,এএফডব্লিউসি,পিএসসি,রিজিয়ন কমান্ডার এ্যাডহক রিজিয়ন সদর দপ্তর রামু কক্সবাজার।

বিশেষ অতিথি যথাক্রমে,কর্নেল আব্দুল খালেক পিএসসি,সেক্টর কমান্ডার কক্সবাজার রামু,লেঃ কর্নেল মোঃ আছাদুদ-জামান,অধিনায়ক ২ বিজিবি টেকনাফ,
লেঃ কর্নেল জোবায়ের আহাম্মেদ পিএসসি,জি-১,ডিজিএফআই কক্সবাজার,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশরাফুল আফসার,অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মারমা,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রাজীব কুমার দেব,মোঃ হেলাল উদ্দিন,টেকনাফ ২ বিজিবি উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার,টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ভুমি) প্রনয় চাকমা,টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ কমান্ডার ফয়জুল ইসলাম,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়িয়া,টেকনাফ শুল্ক গুদাম কর্মকর্তা ভারপ্রাপ্ত নুরুল মোস্তফা,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টেকনাফ সার্কেল মোঃ মোশারফ হোসেনসহ টেকনাফ ও কক্সবাজারের ইলেকট্রনিক্স মিডিয়া,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক গত ২৫ অক্টোবর ২০১৭ তারিখ হতে ২০ মার্চ ২০১৮ তারিখ পর্যন্ত ১৫৮,০৯,৬০,১০০/- (একশত আটান্ন কোটি নয় লক্ষ ষাট হাজার একশত) টাকা মূল্যমানের ৫২,৬৯,৮৬৭ (বায়ান্ন লক্ষ ঊনসত্তর হাজার আটশত সাতষট্টি) পিছ ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ১৫৮,৬৩,৬০,৬০০/- (একশত আটান্ন কোটি তেষট্টি লক্ষ ষাট হাজার ছয়শত) টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং ৫৪,৬৫,০০০/- (চুয়ান্ন লক্ষ পয়ষট্টি হাজার) টাকা মূল্যমানের মায়ানমারের সিগারেট আটক করতে সক্ষম হয়।

যা আজকের অনুষ্ঠানের মাধ্যমে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্য এবং সিগারেটের পরিসংখ্যান নিম্নরুপ :

ক্রমিক আটককৃত মাদক মাদক দ্রব্যের পরিমান মূল্য মন্তব্য
১। ইয়াবা ট্যাবলেট ৫২,৬৯,৮৬৭ পিছ ১৫৮,০৯,৬০,১০০.০০
২। ফেন্সিডিল ১,৪৭৭ বোতল ৫,৯০,৮০০.০০
৩। গাঁজা ১৩.৩০০ কেজি ৪৬,৫৫০.০০
৪। বাংলা/চোলাই মদ ৬৯৫.৫০০ লিটার ২,০৮,৬৫০.০০
৫। আন্দামান বিয়ার ৩,৯৯০ ক্যান ৯,৯৭,৫০০.০০
৬। ডায়াব্লু বিয়ার ১২% ৩,৩৭৩ ক্যান ৮,৪৩,২৫০.০০
৭। সিংগা বিয়ার ৩,৫১৮ ক্যান ৮,৭৯,৫০০.০০
৮। চ্যাং বিয়ার ৫৪৫ ক্যান ১,৩৬,২৫০.০০
৯। চেঞ্জ ক্লাসিক বিয়ার ৩৬০ ক্যান ৯০,০০০.০০
১০। ম্যান্ডেলা রাম মদ ৭২৪ বোতল ১০,৮৬,০০০.০০
১১। গ্রান্ড রয়েল হুইসকী ২০৭ বোতল ৩,১০,৫০০.০০
১২। গ্রান্ড হুইসকি মদ ২২ বোতল ৩৩,০০০.০০
১৩। গারদা মদ ৩৯ বোতল ৫৮,৫০০.০০
১৪। ঈগল হুইসকি ০৫ বোতল ৭,৫০০.০০
১৫। মায়ানমার গোল্ড মদ ০৪ বোতল ৬,০০০.০০
১৬। ডাবল ব্লাক মদ ০৩ বোতল ৪,৫০০.০০
১৭। রয়েল ড্রাইগ্রীন মদ ১২ বোতল ১৮,০০০.০০
১৮। মায়ানমার ড্রাইগ্রীন মদ ০৩ বোতল ৪,৫০০.০০
১৯। মেরিন হুইসকি মদ ৩০ বোতল ৪৫,০০০.০০
২০। ড্রাগন রাম মদ ০৯ বোতল ১৩,৫০০.০০
২১। জামালিকা মদ ১২ বোতল ১৮,০০০.০০
২২। মায়ানমার ওল্ড ব্যান্ডে ০২ বোতল ৩,০০০.০০
২৩। মায়ানমারের বিভিন্ন প্রকার সিগারেট ২৭,৩২৫ প্যাকেট ৫৪,৬৫,০০০.০০
সর্বমোট = – ১৫৯,১৮,২৫,৬০০.০০

পরিশেষে রিজিয়ন কমান্ডার মহোদয় মাদক দ্রব্য পাচার এবং সেবনের কুফল সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন এবং মাদকদ্রব্য পাচাররোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মিডিয়াকর্মীসহ সকলস্তরের নাগরিকদের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।

Copy of DSC 0025 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর