বার্তা পরিবেশক : হ্নীলা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে আবুল হোছন মেম্বার সভাপতি ও রফিক আদহাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
১৪ অক্টোবর বিকাল ৩টায় হ্নীলা উলুচামরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষ্যে এক সভা আওয়ামী লীগ নেতা আবুল হোছন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হ্নীলা হাইস্কুল ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার খলিলুর রহমান। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য রশিদ আহমদ,টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হ্নীলা ৩নং আওয়ামী লীগ নেতা মৌলানা শাকের আহমদ, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মাহবুর রহমান মাবু, বিশিষ্ট আইনজীবি এডভোকেট মনিরুল ইসলাম প্রমুখ।
সম্মেলন শেষে উপস্থিত কাউন্সিলদের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দিতায় আবুল হোছন মেম্বার সভাপতি এবং মোঃ রফিক আদহাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নির্বাচিত করার জন্য কাউন্সিলরসহ অত্র ওয়ার্ডের আওয়ামী পরিবারের সবাইকে অভিনন্দন জানিয়ে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।