বার্তা পরিবেশক : আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে হ্নীলা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ রাত ৯টায় হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ারের বাস ভবনে স্থানীয় ইউপি মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।যুবলীগ নেতা শাকের আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি: হ্নীলা ইউপি চেয়ারম্যার এইচকে আনোয়ার, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিক আহমদ বি.কম, উপজেলা ওলামা লীগের সভাপতি মাও: ক্বারী ফরিদুল আলম, সাবেক মেম্বার দিলদার আহমদ, মাও: ফরিদ আহমদ, হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন মেম্বার, উপজেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক সেলিম সিকদার, অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমদ, স্থানীয় মুরব্বী নজির আহমদ মুন্সি, শাকের আহমদ, সাবেক মেম্বার কবির আহমদ, ওয়ার্ড যুবলীগ সভাপতি ডা: নুর মোহাম্মদ নুরু, ওয়ার্ড কমিনিউটি পুলিশিং সভাপতি ফরিদ আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জলিল আহমদ, প্রবাসী রফিকুল ইসলাম, রফিকুল আলম চৌধুরী, হারুন-অর-রশিদ, মাষ্টারর নজির আহমদ, যুবলীগ নেতা জামাল ওয়াজেদ, মোয়াজ্জেম প্রমুখ। উক্ত বৈঠকে বক্তারা আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীককে ২৪ মার্চ ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।