হ্নীলা ১নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠিত ; সভাপতি আবু মুসা সাধারণ সম্পাদক রুহুল আমিন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার কমিটি গঠিত হয়েছে।

75394207 2553833241504193 4112176163646865408 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

৬নভেম্বর হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রফিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়,বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার ১নং ওয়ার্ড কমিটির মেয়াদোত্তীর্ণ এবং নিষ্ক্রিয় হওয়ায় সাংগঠনিক কার্য্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আবু মুসা আলো সভাপতি, মোঃ রুহুল আমিন সাধারণ সম্পাদক ও আলা উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে হ্নীলা ১নং ওয়ার্ড শাখার কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। ###