হ্নীলা হাইস্কুলের এডহক কমিটি অনুমোদন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফের হ্নীলা হাইস্কুলের পরিচালনা কমিটি নিয়ে দীর্ঘজটিলতা নিয়ে নানা সময়ে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটলেও এবার শান্তিপূর্ণ পরিবেশে পরিচালনা কমিটি গঠনের জন্য একটি এডহক কমিটি অনুমোদন দিয়েছে চশিবো।
গত ২৫এপ্রিল চশিবো বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম স্বাক্ষরিত চশিবো/বিদ্যা/ (টেক)/৮৭/৯৭(অংশ-৩) ৯৩৬১ (৩) স্মারকমূলে প্রেরিত পত্রে জানানো হয়,হ্নীলা হাইস্কুলের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের প্রবিধানমালা ২০০৯এ বর্ণিত ৩৯এর আলোকে বোর্ড কর্তৃক মনোনীত মাহবুব মোরশেদ সভাপতি, পদাধিকারবলে প্রধান শিক্ষক সদস্য সচিব,জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি শ্বেতলাল চন্দ্র দাশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত অভিভাবক প্রতিনিধি বেলাল উদ্দিনকে সদস্য করে একটি এডহক কমিটি অনুমোদন দেন। উক্ত এডহক কমিটিকে চশিবো ২০০৯এ বর্ণিত প্রবিধান ৭অনুসারে আগামী ৬মাসের মধ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে নির্দেশনা দেওয়া হয়। চশিবোর উক্ত নির্দেশনা বাস্তবায়িত হলে হ্নীলা হাইস্কুল পরিচালনা কমিটি নিয়ে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে বলে মনে করেন সুশীল সমাজ।