হ্নীলা সূর্যের হাসি ক্লিনিকে রবি ও বুধবার স্বল্পমূল্যে গর্ভকালীন মায়েদের বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা দান শুরু

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

হুমায়ূন রশিদ : হ্নীলা সূর্যের হাসি ক্লিনিক গর্ভকালীন মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি সপ্তাহে ২দিন স্বল্পমূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবাদান কার্য্যক্রম শুরু করেছে।
৯ সেপ্টেম্বর বিকালে হ্নীলা সূর্যের হাসি ক্লিনিক কর্তৃপক্ষের সাথে গাইনি এন্ড অবস. (এমবিবিএস) ডাঃ উম্মে সালমার সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় উপস্থিত ছিলেন ডাঃ তানভীর আহমেদ (এমবিবিএস) সার্জারী । এছাড়াও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সানিউল ইসলাম (এমবিবিএস) এর সাথে শীঘ্রই আরো একটি চুক্তি হতে যাচ্ছে।
আজ ১মদিনে স্বল্পমূল্যে ১০জন মাকে আল্ট্রাসনোসহ গর্ভকালীন মায়ের বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে। সেবা প্রার্থীদের সুবিধার্থে এবং বিভিন্ন রোগের সমস্যার জন্য ০১৭১৩-৬২৪৪৫১ ; ০১৮৩১৮১৫৫৮৫ নম্বরে যোগাযোগ করে সর্বোচ্চ সহযোগিতা গ্রহণের জন্য মাতৃস্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষভাবে আহবান জানানো হয়েছে। ###