মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলা ষ্টেশনে সরকারী খাস জায়গা দখল করে তৈরী করা গুদামসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়,১লা জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১২টারদিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুরের নেতৃত্বে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ও টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) মোঃ খোরশেদ আলমের উপস্থিতিতে পুলিশ-বিজিবি এবং গ্রাম পুলিশের সহায়তায় হ্নীলা বাসষ্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছে অভিযান পরিচালনা করেন। এসময় হ্নীলা ষ্টেশনের উত্তর পাশে সরকারী খাস জমি দখল করে গুদাম তৈরী করে ভাড়া দেওয়া গুদাম ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করেন। এরপর হ্নীলা ষ্টেশনে দীর্ঘদিন ধরে ইজারাদার ও কতিপয় প্রভাবশালীদের ইন্ধনে গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
অবৈধভাবে গড়ে উঠা এসব স্থাপনা এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা না থাকায় এই ষ্টেশনে প্রায় সময় যানজট লেগেই সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠে। এই স্থাপনা উচ্ছেদের ফলে আপাতত জনমনে স্বস্তি ফিরেছে।
এই অবৈধ স্থাপনা উচ্ছেদের কিছুক্ষণ পার হতে না হতেই আবারো একটি সুবিধাভোগী মহল উচ্ছেদকৃত অবৈধ স্থাপনা আবারো নির্মাণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ###