মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলা বাসষ্টেশনের বিশিষ্ট জমিদার মরহুম আশরাফ আলীর ছোট ভাই কবির আহমদ ইন্তেকাল করেছেন। আগামীকাল সকাল সাড়ে ১১টায় হোয়াইক্যং নয়াপাড়া কবর স্থানে জানাজা শেষে দাফন করা হবে।
৫ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬টায় হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ায় বসবাসরত হ্নীলা পূর্ব সিকদার পাড়ার সিকদার পরিবারের মরহুম ফজু সিকদারের নাতি, মরহুম হামিদুর রহমানের পুত্র এবং হ্নীলা বাসষ্টেশনের বিশিষ্ট জমিদার মরহুম হাজী আশরাফ আলী ওরফে আশুর ছোট ভাই কবির আহমদ (৮৫) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রীর তিন ছেলে, ছয় মেয়ে, নাত-নাতনী,আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের পরিবার সুত্র জানায়,আগামীকাল ৬জুলাই সকাল সাড়ে ১১টায় নয়াপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবর স্থানে দাফন করা হবে। এই প্রবীণ মুরুব্বীর মৃত্যুতে আতœীয়-স্বজন ও এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ###