হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

সাদ্দাম হোসাইন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ব্যাপক কর্মসূচীর মাধ্যমে পালন করেছে হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় বাদে ফজর হতে খতমে কোরানের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন। সকাল সাড়ে ৮টায় শোক ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, হামনাত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাড়ে ১১টায় মরহুম বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা সভা মাদ্রাসার উপাধ্যক্ষ মৌলানা নুরুল বশর ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা অধ্যক্ষ ও হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান মাওলানা নুর আহমদ আনোয়ারী। ক্রীড়া শিক্ষক বখতিয়ার উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইংরেজী প্রভাষক শহীদুল মোস্তফা খোকন, আরবী প্রভাষক মাও: এনায়েত উলাহ, আবু জাহদ মোঃ ইয়াসিন, সহকারী মৌঃ আব্দুল মালেক, শিক্ষক কামাল উদ্দিন, ফরিদ আলম বিএসসি, জাফর আলম, আয়েশা ছিদ্দিকা, জাহেদুল আলম চৌধুরী, আব্দুর রহিম মিয়া, ক্বারী শব্বির আহমদ, ছৈয়দ আলম, অফিস সহকারী জমির উদ্দিন ও আলী হোসাইন প্রমূখ।