সাদ্দাম হোসাইন : টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা শাহ্ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অবসর প্রাপ্ত ৯জন শিক্ষককে বিদায় সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা দেয়া হয়েছে।
৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় হ্নীলা শাহ্ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননার আয়োজন করেন মাদ্রাসা পরিবার।
অবসর প্রাপ্ত শিক্ষকরা হলেন, হ্নীলা শাহ্ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক নুরুল বশর ছিদ্দিকী, সহকারী অধ্যাপক আব্দুল খালেক, মৌলভী মোহাম্মদ ইলিয়াছ, সহকারী মৌলভী এস এম সাইফুল্লাহ, ইবতেদায়ী প্রধান মাওলানা মোঃ জহির উদ্দিন, ইবতেদায়ী ক্বারী মাওলানা শব্বির আহমদ, মাষ্টার মোঃ জাহেদুল আলম চৌধুরী, মরণোত্তর সম্মাননা স্বারক পেলেন মরহুম মাষ্টার মোঃ আব্দুর রহিম মিঞা ও মরহুম মাওলানা শামসুল আলম।
হ্নীলা শাহ্ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান এবং কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও কক্সবাজার কমার্স কলেজের অধ্যক্ষ ফজলুল করিম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , হ্নীলা রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম।
সহকারী অধ্যাপক নুরুল আমিন ও সিনিয়র মৌলভী আব্দুস সোবেহানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আয়োজক কমিটির আহবায়ক-সহকারী অধ্যাপক শহিদুল মোস্তফা (এসএম)।
এতে বিদায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক নুরুল বশর ছিদ্দিকী, সহকারী অধ্যাপক আব্দুল খালেক, মৌলভী মোহাম্মদ ইলিয়াছ, সহকারী মৌলভী এস এম সাইফুল্লাহ, মাষ্টার মোঃ জাহেদুল আলম চৌধুরী।
বর্তমান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, হ্নীলা শাহ্ মজিদিদিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, সহকারী শিক্ষক ফরিদুল আলম বিএসসি ও মুছা কলিমুল্লাহ্ প্রমূখ।
এসময় বক্তারা স্মৃতিচারণ করে বলেন, আজ ৯জন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। আমরা এ মহান শিক্ষকদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।
পরে অবসর প্রাপ্ত শিক্ষকদের ৭জনকে ক্রেস্ট প্রদান ও উপহার সামগ্রী এবং মরহুম ২জন শিক্ষককের পরিবারকে মরণোত্তর সম্মাননা স্বারক ও উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফজলুল করিম। এসময় হ্নীলা শাহ্ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
####