হ্নীলা রঙ্গিখালীতে জমি নিয়ে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ!

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : হ্নীলা রঙ্গিখালী লামার পাড়ায় জমি নিয়ে পরস্পরের বিরুদ্ধে মাদক চোরাচালান ও অস্ত্রবাজি এবং ভূমিদুস্যতার অভিযোগ উঠেছে।
জানা যায়, মৃত আব্দু শুক্কুরের পুত্র দেলোয়ার হোছন প্রকাশ চেট্টাইয়া আর ধইল্যা দুই ভাই মিলে মাদক চোরাচালান ও অস্ত্রবাজি করে এলাকায় আতংক সৃষ্টি করে আসছে। এছাড়া তাদের খালা শামসুন নাহারের বাড়িতে মাদকের চালান জমা রেখে ভয়ভীতি প্রদর্শন করে জমি জবর দখল করে চাষাবাদ করছে।
এই বিষয়ে অভিযুক্ত দেলোয়ারের নিকট জানতে চাইলে বলেন, শুক্কুর মেম্বারের ভাই মৃত ছিদ্দিক আহমদের ক্রয়কৃত মালিকানাধীন এককানি জমি স্ত্রী শামসুন নাহার ভোগ-দখল করে আসছে। তা নিয়ে বিরোধ হলে ইউনিয়ন পরিষদে সালিশ হয়। ইউনিয়ন পরিষদ রায় দেওয়ায় আমরা জমি চাষ করেছি। আব্দু শুক্কুর মেম্বার উক্ত জমি জবর দখল করতে চায়। আব্দু শুক্কুর মেম্বার বলেন, তারাই ইউনিয়ন পরিষদে সালিশ দেয়। অসুস্থতার কারণে যেতে না পারার সুযোগে টাকার বিনিময়ে এক পক্ষীয় রায় লিখে নেয়।
পরবর্তীতে আমি থানায় অভিযোগ দায়ের করি। যা বিচারাধীন রয়েছে। এদিকে উক্ত জমি নিয়ে দু‘পক্ষের রশি টানাটানি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।