হ্নীলা রঙ্গিখালীতে অস্ত্রের ঝন-ঝনানি শীর্ষক সংবাদে একাংশে আব্দুর রহমান বাগুর চ্যালেঞ্জ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : গত ২০জুলাই দৈনিক গণসংযোগ পত্রিকার শেষ পৃষ্টায় “রঙ্গিখালীতে সন্ত্রাসীদের অস্ত্রের ঝন-ঝনানি : জনমনে আতংক” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, কথিত সংবাদকর্মী নামধারী মাদক কারবারীদের হীন অপচেষ্টা ছাড়া কিছুই না।

সংবাদে উল্লেখিত ঘটনা সম্পর্কে আমি মোটেও অবগত নয়। কারা এই ঘটনার সাথে জড়িত তাদের সাথেও আমার সম্পর্ক নেই। উল্লেখিত ভাই লুৎফুরের সাথে আমার দীর্ঘ ২১ বছর ধরে পৃথকভাবে বসবাস। আমার সংসারে ৫জন মেয়ে রয়েছে। আমি একজন সাধারণ কাঠুরিয়া হওয়ায় তাদের পড়াশুনার খরচ যোগাড় করতে না পেরে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। আমার ৪৭ বছরের অতীত জীবনের সব কর্মকান্ড প্রকাশ্যে তদন্ত করে দেখার আহবান রইল। উক্ত প্রতিবেদক টাকার বশীভূত হয়ে আমার বিরুদ্ধে উত্থাপিত এসব অপরাধ প্রমাণ করতে না পারলে এই ব্যাপারে আমি আইনের সহায়তা কামনা করছি।

সংবাদে উল্লেখিত ঘটনার সাথে আমার কোন ধরনের সম্পর্ক নেই। আমি কোন প্রকার মাদক ব্যবসার সাথে জড়িত না। কোন ধরনের সন্ত্রাসী কার্য্যক্রমের সাথে জড়িত নই। যা এলাকায় তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। বরং ঐ কথিত মাদক সংশ্লিষ্ট সংবাদকর্মী এলাকায় স্বীকৃত মাদক কারবারী, সন্ত্রাসী, ডাকাত, অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের এজেন্ট হিসেবে কাজ করছে। যা আইন-শৃংখলা বাহিনীর গোপনীয় নথিতে রয়েছে। আমি উক্ত বানোয়াট, মনগড়া, মিথ্যা সংবাদাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী :
আব্দুর রহমান প্রকাশ বাগু
পিতা:- এরশাদ উল্লাহ
রঙ্গিখালী, হ্নীলা, টেকনাফ।