ফরিদুল আলম : হ্নীলা মাছ বাজার হতে সপ্তাহ ধরে এক কর্মচারী নিখোঁজ হয়ে যাওয়ায় মালিকসহ পরিবারের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।
গত ১১জানুয়ারী দুপুর হতে হ্নীলা ষ্টেশন মাছ বাজার হতে মাছ ব্যবসায়ী পুতিয়ার কর্মচারী ও হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার নুরুল ইসলামের পুত্র মোঃ আব্দুল্লাহ (১৪) হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে জাদিমোরা হতে কুতুপালং পর্যন্ত সম্ভাব্য স্থানে খোঁজ করে সন্ধান পাওয়া যায়নি। সে দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল ছবিতে থাকা গেঞ্জি এবং প্যান্ট। আকষ্মিক হ্নীলা ষ্টেশন হতে ১৪ বছরের কিশোর নিখোঁজ হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে। ছেলে নিখোঁজের ঘটনায় মা-বাবা রীতিমত খাওয়া-ধাওয়া করে প্রায় পাগলের মতো হয়ে গেছে।
কোন সুহৃদ ব্যক্তি এই কিশোরের সন্ধান পেলে মাছ বিক্রেতা আব্দুর রহিম প্রকাশ পুতিয়ার নিম্মোক্ত মোবাইল নং-০১৮২৪-৫৪৯০১৭ যোগাযোগ করার জন্য বিশেষভাবে আহবান জানানো হয়েছে। ###