বার্তা পরিবেশক : গত ২/৩দিন ধরে কক্সবাজার এবং টেকনাফ উপজেলার বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে “আদালতের দন্ডিত আবছার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ে সভাপতি হতে মরিয়া : প্রতিদ্বন্দি প্রার্থীর উপর হামলা” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা আমার পারিবারিক ও ব্যক্তিগত অপশক্তির সাজানো চক্রান্ত। একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এই ধরনের জঘন্য মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আপনাদের সদয় অবগতির জন্য বলতে চাই,আমার বাবা মরহুম আব্দুস সালাম কোম্পানী ১৯৯৩ সালে নারী শিক্ষার প্রসার ও উন্নয়নের জন্য হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিষ্টালগ্ন থেকে সরকারী নিয়ম মোতাবেক আমার পিতা মরহুম আব্দুস সালাম কোম্পানী স্কুল পরিচালনা করে আসছেন এবং পরে আমার বড় ভাই প্রয়াত শেখ মোহাম্মদ রফিক ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। বর্তমান কমিটিতে আমি আবছার কামাল নোবেল শিক্ষানুরাগী সদস্য হিসেবে দায়িত্বরত আছি!
বিগত ১৩ই এপ্রিল ২০২৩ আমার বড় ভাই শেখ মোহাম্মদ রফিক মৃত্যুবরণ করায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি পদটি শূন্য হয়। যার কারণে উক্ত শূন্য পদে ভারপ্রাপ্ত সভাপতি (অনুমোদিত) হিসেবে আমি হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা মরহুম আব্দুস সালাম কোম্পানীর সুযোগ্য সন্তান ও প্রয়াত সভাপতি শেখ মোহাম্মদ রফিক উদ্দিনের ছোট ভাই ও বর্তমান কমিটির শিক্ষানুরাগী সদস্য হিসেবে আমার নাম প্রস্তাব রাখেন পরিচলনা কমিটির সদস্যরা। বিগত ৩০বছর যাবৎ আমার পরিবার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়টি দেখাশুনা করে আসছে। বিগত ৩০বছরে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ছোট পরিসরেও কোন বিশৃংখলার নজির মিলবে না। যার অবদান কোম্পানি পরিবার। সুতরাং আমি হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা মরহুম আব্দুস সালাম কোম্পানীর উপযুক্ত সন্তান এবং প্রয়াত সভাপতির ছোট ভাই এবং একজন শিক্ষানুরাগী সদস্য হিসেবে সভাপতি পদের জন্য যোগ্য প্রার্থী।
উল্লেখ্য,বিগত ২১/০৫/২৩ইং তারিখে উপজেলা শিক্ষা অফিসারের তত্ত¡াবধানে একাডেমিক সুপার ভাইজারের নেতৃত্বে স্কুল মিলনায়তনে ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্টিত হয়। উক্ত বৈঠকে পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে শিক্ষক প্রতিনিধি পারভীন আক্তার আমার (আবছার কামাল নোবেল) নাম সভাপতি হিসেবে প্রস্তাব রাখেন। অপর দিকে কমিটির সদস্য মাস্টার রশিদের নামে কোন প্রস্তাবকারী ছিল না। যার প্রমাণ সভায় উপস্থিত একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার সাহেব। প্রতিষ্টাতার যোগ্য সন্তান হিসেবে আমার নাম প্রস্তাব ও হাউসে বাকিদের সম্মতি প্রকাশের সাথে সাথে আমার আপন ফুফাত ভাই মাস্টার রশিদের ছেলে হারুনুর রশিদের নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী বাহিনী স্কুলের ভিতরে ঢুকে অফিস কক্ষে ঝামেলা তৈরি করে। যা বিগত ৩০ বছরে নজিরবিহীন।
উল্লেখ্য,স্কুল পরিচালনা কমিটির প্রয়াত সভাপতির মৃত্যুর পরের দিন থেকেই একটি কুচক্রি মহল বিদ্যালয়ের দীর্ঘদিনের অর্জিত সুনাম খুন্য করার উদ্দেশ্যে ইভটিজিং থেকে শুরু করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটানোর পায়তারা করে আসছে। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আমার আপন ফুফাতো ভাই মাস্টার রশিদকে ফুসলিয়ে এবং উপটৌকন, অর্থ প্রদানের মাধ্যমে মাস্টার রশিদকে আমার প্রতিপক্ষ হিসেবে দাড় করিয়ে দেয় , যা আগে কখনোই ঘটেনি। আমার পিতা কর্তৃক প্রতিষ্টিত হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য একটি কলংকিত অধ্যায়। আমার ফুফাত ভাই মাস্টার রশিদের মত ব্যক্তি আমার পারিবারিক সম্মানের জায়গা হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস কে বা কারা দিয়েছে তা আমাদের অজানা নয়। অথচ উল্লেখিত সংবাদে আমাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে বলা হয়েছে। আমার প্রশ্ন হল বিগত যে প্রতিষ্ঠান আব্দুস সালাম কোম্পানীর পরিবার নিজের সন্তানের মত করে আগলে রেখেছে সেখানে আমরা সন্ত্রাসী হামলা করার কোন প্রশ্নই আসেনা। জেনে রাখা ভাল টেকনাফ উপজেলায় হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘ ৩০বছর ধরে সরকারের নিয়ম মোতাবেক সম্মানের সাথে কোম্পানী পরিবার পরিচালনা করে আসছে যা হ্নীলার সর্বজন জানে।
আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলার বিষয় এইখানে উপস্থাপন করা হয়েছে তা একটি জায়গা সংক্রান্ত মামলা। যা বিজ্ঞ আদালত থেকে আমি স্থায়ী জামিন প্রাপ্ত। সুতরাং এইসব অভিযোগের কোন ভিত্তি নেই বরং আমার ফুফাত ভাই মাস্টার রশিদের বিরুদ্ধে নারী নির্যাতন,ঘর-বাড়ি লুটপাটসহ একাধিক মামলা রয়েছে। যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করলে সত্যতা পাওয়া যাবে। উপরোক্ত বিষয় থেকে প্রমানিত হয় একটি মহল আমার এবং পরিবারের সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে এমন ঘৃণ্য ও মিথ্যা সংবাদ সরবরাহ করেন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদপূর্বক সাংবাদিক ভাইদের আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এমন মিথ্যা ও বানোয়াট সংবাদে বিভ্রান্ত না হয়ে তদন্তপূর্বক সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি।
আমরা হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা মরহুম আব্দুস সালাম কোম্পানীর ছেলে হিসেবে মাননীয় সাংসদ (কক্সবাজার-৪ আসন), উপজেলা প্রশাসন, শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আকুল আবেদন অতীতের ন্যায় বিদ্যালয়ের স-ুশৃঙ্খল পরিবেশ বিরাজ রাখার সার্থে বিদ্যালয়ের ৩০ বছরের ঐতিহ্য আর সম্মান রক্ষার্থে এবং আমার পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নে আব্দুস সালাম কোম্পানির পরিবারের সদস্যদের অগ্রাধিকার দিয়ে বিগত ৩০ বছরের ন্যায় সম্মানের সহিত পরিচালনা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি।
প্রতিবাদকারী :
আবছার কামাল নোবেল
পিতা- মরহুম আব্দুস সালাম কোম্পানী
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার। ####