সাদ্দাম হোসাইন : হ্নীলা পুরান বাজার জাদি পাহাড়ে বসত-বাড়ি এলাকায় অগ্নিকান্ডে নগদ টাকাসহ ২টি বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আনুমানিক ১০লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২৬মার্চ (শুক্রবার) রাত সাড়ে ৮টারদিকে হ্নীলা পুরান বাজার হাইস্কুলের পেছনে আবুল কাশেমের পুত্র আব্দুল মালেক সওদাগরের বাড়িতে হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে পার্শ্ববর্তী বোন জামাই মফিজুর রহমানের বাড়িতে ছড়িয়ে পড়ে। লোকজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ২টি বসত-বাড়ি পুড়ে ছাঁই হয়ে যায়। এতে মালেকের বাড়িতে জমা থাকা ১লক্ষ টাকা এবং মফিজুর রহমানের বাড়িতে টমটম ক্রয় বাবদ ৯০হাজার টাকা পুড়ে ছাঁই হয়ে যায়। মালেকের বাড়িতে স্ত্রীর ব্যবহার্য্য দুই ভরি ওজনের স্বর্ণালংকার হারিয়ে যায়। এছাড়া আসবাবপত্রসহ ২টি বাড়ির সর্বমোট প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকান্ডের উৎস নিয়ে লোকমুখে বিভিন্ন ধরনের কথা শোনা গেলেও ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন অগ্নিকান্ডের প্রকৃত উৎস সম্পর্কে নির্দিষ্ট করে কিছুই বলতে পারছেনা।
এই ঘটনার খবর পেয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঘটনাস্থল পরিদর্শন করেন। ###