বিশেষ প্রতিবেদক : হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এবং ছোট লেচুয়াপ্রাং এলাকায় আবারো স্থানীয় মাদক কারবারী এবং মাদকসেবী সিন্ডিকেটের অপতৎপরতায় পরিবেশ আবারো ভারী হয়ে উঠেছে বলে জানা গেছে।
জানায়, হ্নীলা ইউনিয়নের অন্যতম জনগুরুত্বপূর্ণ পশ্চিম সিকদার পাড়া এবং ছোট লেচুয়াপ্রাং এলাকায় এখন মাদকসেবীদের আনা-গোনা বেড়ে গেছে। তাদের উৎপাতে এখন এলাকার মানুষের চলাফেরা কষ্টদায়ক হয়ে পড়েছে। ছোট লেচুয়াপ্রাংয়ের কয়েকজন ব্যক্তি বলেন,এই মাদকসেবীদের কারণে বিভিন্ন বয়সের মেয়েরা পানি আনতে পারেনা। এখানকার স্থানীয় মাদককারবারী সিন্ডিকেটগুলো আবারো সক্রিয় হয়ে উঠেছে। এখন অনেক গ্রæপ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দেদারসে মাদক কারবার চালিয়ে যাচ্ছে বলে একাধিক স্থানীয় সুত্রের দাবী।
এদিকে পশ্চিম সিকদার পাড়ার মৃত রশিদ আহমদের পুত্র আব্দুল হামিদের জন্য একটি মাদক কারবারী সিন্ডিকেট জাদিমোরা-নয়াপাড়া হতে অটোরিক্সা-টমটমযোগে মাদকের চালান এনে তার বোন জামাই ওসমানের বাড়িতে মওজুদ করছে। সেখান হতে স্থানীয় আবু ছিদ্দিকের পুত্র শহীদুল্লাহ (১৭) এবং আব্দুল করিম আকুর পুত্র রিক্সাচালক মাহমুদুল হক (১৮) কমিশনের ভিত্তিতে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সরবরাহ করছে বলে স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবী করেন।
এই ব্যাপারে অভিযুক্ত শহীদুল ইসলাম জানান,আমার মনে হয় উক্ত এলাকার কয়েকটি ছেলের সাথে আমার কোন ধরনের আনা-গোনা নেই ; তাই ষড়যন্ত্রমূলক এই ঘৃণ্য মাদক পাচারে সম্পৃক্ত বলে ভিত্তিহীন অভিযোগ করছেন।
আব্দুল হামিদ বলেন, আমি দীর্ঘদিন ধরে এসব অপরাধমূলক কাজ হতে দূরে সরে স্বাভাবিক দিনযাপন করে আসছি। এলাকার একটি কুচক্রীমহল আমাকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানির অসৎ উদ্দেশ্যে এই মিথ্যা অভিযোগ তুলেছেন।
এলাকার মাদক বিরোধী সুশীল সমাজ প্রকৃত ঘটনা তদন্ত স্বাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন। ###
