হ্নীলা দক্ষিণ লেদায় ভাবীকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দেবর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলা দক্ষিণ লেদায় প্রবাসীর স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দেবর। মূমুর্ষ ভাবীকে দ্রæত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়,১লা জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬টারদিকে টেকনাফের হ্নীলা দক্ষিণ লেদা শিয়াইল্যাঘোনার মালয়েশিয়া প্রবাসী দিল মোহাম্মদের স্ত্রী এবং ৩জন কন্যার জননী ফাতেমা বেগম প্রকাশ শুননী (৩৬) প্রস্রাব-পায়খানা ছেড়ে বাড়ির সামনে এলে তার দেবর মৃত বশির আহমদের পুত্র হোসেন আহমদ কোন কথা ছাড়াই এলোপাতাড়ি কুপাতে থাকে। তার শোর-চিৎকারে প্রতিবেশী ও আত্নীয়-স্বজন এসে রক্তাক্ত ও মূমুর্ষাবস্থায় উদ্ধার করে নয়াপাড়া টিডিএস হাসপাতালে প্রেরণ করে। অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান হতে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

আহতের পিতা গুরা মিয়া জানান, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী সহায়তায় পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয় সংরক্ষিত (৭,৮ ও ৯নং ওয়ার্ডের) মহিলা সদস্যা মর্জিনা আক্তার জানান, এই ঘটনাটি আমি শুনেছি। একজন প্রবাসীর স্ত্রীর উপর এই ধরনের হামলা খুবই দুঃখজনক। প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তি কামনা করছি।

স্থানীয় ইউপি মেম্বার নুরুল হুদা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং নৃশংস হামলাকারী হোসেন আহমদকে আইন-শৃংখলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য ধরে নিয়ে আসে। ###