বার্তা পরিবেশক : হ্নীলা ছোট লেচুয়াপ্রাং আন্ত: ইউনিয়ন জুনিয়র ব্যাডমিন্টন টূর্ণামেন্ট ২০১৯-২০ইং আগামী ২৬ ডিসেম্বর হতে নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আগ্রহী দল সমুহকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করার আহবান জানানো হচ্ছে।
আগামী ২৬ ডিসেম্বর রাত ৮টায় পশ্চিম সিকদার পাড়া দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন মাঠে শুরু হতে যাওয়া হ্নীলা আন্ত: ইউনিয়ন জুনিয়র ব্যাডমিন্টন টূর্ণামেন্ট ২০১৯-২০ইং দল অর্ন্তভূক্তির তারিখ আগামী ২৪ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত হ্নীলা বাসষ্টেশনের এবি সুপার মার্কেটের মনি জুয়েলারীর শেখ মোহাম্মদ রাশেল, মোবাইল নং-০১৮৬৯-৩৫৪৩৪৩, পশ্চিম সিকদার পাড়ার মোঃ কায়সার ইসলাম, মোবাইল-০১৮২৮-৯৭৭৯৫৫, হ্নীলা ষ্টেশনের নিউ মার্কেটের এপেক্স শোরুমের ফোরকান আহমদ, মোবাইল নং-০১৬৬০১৬৭৫৩৯-এ যোগাযোগ করে ১হাজার ১টাকা ফি দিয়ে নিবন্ধনভূক্ত করার জন্য বিশেষভাবে আহবান জানানো যাচ্ছে। ২৫ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় ড্র অনুষ্ঠিত হবে। খেলা পরিচালনা কমিটি কর্তৃক গ্রহীত সিদ্ধান্তের আলোকে এই টূর্ণামেন্টের সম্পূর্ণ খেলা পরিচালিত হবে। উদ্বোধনী দিনে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত হয়ে এই টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করবেন।
এতে অত্র এলাকার ক্রীড়ামোদী সবাইকে উপস্থিত হওয়ার জন্য টূর্ণামেন্ট পরিচালনা কমিটির পক্ষ আমন্ত্রণ জানানো হচ্ছে।