হ্নীলা চৌধুরী পাড়া সীমান্ত হতে ৮০হাজার ইয়াবা উদ্ধার

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফে বিজিবি জওয়ানেরা হ্নীলা চৌধুরী পাড়া সীমান্তে অভিযান চালিয়ে ৮০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গত ১৭ জানুয়ারী রাত সাড়ে ১০টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে মাদকের চালান চৌধুরী পাড়া দ্বীপ হয়ে সীমান্তের দিকে আসার সংবাদ পেয়ে বিশেষ একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই নৌকা হতে নেমেই দুইজন ব্যক্তি ১টি বস্তা কাঁধে নিয়ে আনোয়ার প্রজেক্ট সংলগ্ন কাটাতারের বেড়িবাঁধ অতিক্রম করার সময় বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২ কোটি ৪০লক্ষ টাকা মূল্যমানের ৮০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, জব্দকৃত এসব ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, মিডিয়া কর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###