হ্নীলা চৌধুরী পাড়া মাদকদ্রব্যের স্বর্গরাজ্য শীর্ষক সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : গত ২৫জুন টেকনাফ চ্যানেল ২৪, টেকনাফ ৭১ এবং ভোরের সংবাদ প্রতিদিনসহ বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত “হ্নীলা চৌধুরী পাড়া মাদকদ্রব্যের স্বর্গরাজ্য” শীর্ষক সংবাদটির একাংশ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের একাংশে আমাদের মিয়ানমার থেকে ইয়াবা, আইস ও বিদেশি মদের বড় বড় চালান আমদানীর গডফাদার হিসেবে উল্লেখ করা হয়েছে। যা একেবারে বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমাদের গ্রামের বেড়িবাঁধে দিবারাত্রি ২৪ঘন্টায় সীমান্তরক্ষী বিজিবি নিয়োজিত রয়েছে। তাই এখানে মিয়ানমার হতে কিভাবে মাদকের চালান অনুপ্রবেশ সম্ভব আমাদের মাথায় আসেনা। অনেক রাখাইন সম্প্রদায়ের লোকজন দেশীয় মাদক তৈরী ও সেবন করে থাকে কিন্তু আমরা এই ধরনের অপরাধমূলক কাজে জড়িত না। তাই আমরা এই সংবাদাংশের প্রতিবাদ জানাচ্ছি।

আমাদের মনে হয় এলাকায় ব্যক্তিগত শত্রæতার জেরধরে একটি সুবিধাভোগী মহল আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদে এই ধরনের অপপ্রচার চালিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে ক্ষুদ্ধ করে অভিযানের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির উদ্দেশ্যেই এই চক্রান্ত। তাই কাউকে সপ্তাহারা, মাসোহারা নিয়ে মাদক পাচারের বিষয়টি উদ্ভট এবং একেবারে ভিত্তিহীন। এই তথ্যে আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী :
১. মন্টিউ রাখাইন
পিতা-মৃত মলাছিং রাখাইন

২.আছিন রাখাইন
স্বামী : লাউছে রাখাইন
সর্বসাং-চৌধুরী পাড়া, হ্নীলা, টেকনাফ। ###