বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ২য় আসরের ১৫তম দিনের খেলা খারাংখালী ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ বনাম জাদিমোরা শালবাগান ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
২৭ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি ফাউন্ডেশনের খেলার টূর্ণামেন্টের ১ম রাউন্ডের ১৫তম দিনের খেলা খারাংখালী ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ বনাম জাদিমোরা শালবাগান ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
প্রথমার্ধ্বে খেলায় দুই দলের খেলোয়াড়েরা প্রতিপক্ষের জালে বল পাঠানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু শক্তিশালী রক্ষণভাগ এবং চৌকষ কিপারদের কারণে কোন দলই গোলের দেখা পায়নি। এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়ে আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলে। ২য়ার্ধ্বের ১৪ মিনিটের মাথায় জাদিমোরা শালবাগান ফুটবল একাদশের ৩০নং জার্সিধারী খেলোয়াড়ের দূদার্ন্ত একটি শট গোলরক্ষকের হাত পিছলে গোলে ঢুকে যায়। এতেই শালবাগান একাদশ ১-০ গোলে এগিয়ে যায়। খেলার সময় শেষ হওয়া পর্যন্ত খারাংখালী ক্রীড়া পরিষদের খেলোয়াড়েরা গোল শোধ করতে পারেনি। ফলে রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। এতে খারাংখালী ক্রীড়া পরিষদ অত্র টূর্ণামেন্ট থেকে বিদায় হয়ে যায়। খেলায় বিজয়ী দলের একমাত্র গোলদাতা হিজবুল্লাহ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন ছৈয়দ করিম, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন জয়নাল আবেদীন, সিরাজুল হক। আগামীকাল ২৮ ডিসেম্বর হ্নীলা ফুলের ডেইল ফুটবল একাদশ বনাম মোচনী ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ###