হ্নীলা গুহাফায় ৬ষ্ট ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : চলতি করোনাভাইরাসের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের ৬ষ্ট ডায়াবেটিস ক্যাম্প ও সাপ্তাহিক চিকিৎসা সেবা প্রদান কার্য্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগষ্ট সকাল ১১টায় হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের ৬ষ্ট ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে ডায়াবেটিস রোগের লক্ষণ, চিকিৎসাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার ডায়াবেটিস হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শুভ্র পাল,ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য মৌলানা ফরিদ আহমদ, ছালেহ আহমদ মেম্বার, ক্বারী নুরুল ইসলাম, মৌলানা শাকের আহমেদ, মাষ্টার শাহ আলম,ডা: জালাল উদ্দীন, মৌলানা জাকের হোছাইন ও মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

এরপর কক্সবাজার ডায়াবেটিস হাসপাতালের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ মুসা,ডাঃ মফিজুল তালুকদার,গুলফরাজ হাশেম ফাউন্ডেশনের মেডিকেল অফিসার ডাঃ আবু বকর আল মামুন। উক্ত ক্যাম্পে ৬৬জন ডায়াবেটিস রোগীসহ ৭৪জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উল্লেখ্য, সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠানটি প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সেবার পাশাপাশি শিক্ষা ও প্রযুক্তি সমৃদ্ধ মানুষ গড়তে কাজ করে আসছে। ###